Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মীরের বাগানের ঐতিহাসিক শাহসুলতান গাজীর মসজিদ:
Location
দাড়িয়াপুর, গাইবান্ধা সদর, গাইবান্ধা।
Transportation
গাইবান্ধা বাসস্ট্যান্ড হতে অটো, রিক্সা অথবা সি.এন.জি. ভাড়া করে যেতে হয়।
Details

বর্তমান গাইবান্ধা জেলার দাড়িয়াপুরে অবস্থিত এ প্রাচীনতম মসজিদ। মসজিদ গাত্রের শিলা লিপি থেকে পাওয়া তথ্য মতে ১৩০৮ইং সালে সৈয়দ ওয়াজেদ আলী নামক এক ধর্মীয় ব্যক্তিত্ব  এ মসজিদ আবিষ্কার করে সংস্কার করেন।  পরবর্তীতে শাহ্ সুলতান নামক এক ধর্মযোদ্ধার নাম এর সাথে জড়িয়ে যায় । তাঁর নামেই এ মসজিদ পরিচিতি পায়। এছাড়াও এই মসজিদের পাশেই শাহ্ সুলতান গাজীর মাজার অবস্থিত।  বর্তমানে প্রতি বৈশাখ মাসে এখানে মেলা বসে।