Title
কামারজানিতে বিরাট বৈশাখী মেলা
Details
কামারজানি ইউপির নদী পূর্বপাড় কুন্দার পাড়া গণ উন্নয়ন আশ্রয় কেন্দ্রে আগামী ১৪ এপ্রিল ২০১২ রোজ- শনিবার থেকে কয়েক দিন ব্যাপী বিরাট বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে । উক্ত মেলা উদ্ভদন করবেন গাইবান্ধা সদরের মাননীয় সংসদ সদস্য জনাবা মাহাবুব আরা গিনি এম, পি । নিজস্ব সংবাদ-কামারজানি ইউআইএসসি ।