Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

খাঁন বাহাদুর আব্দুল মজিদঃ

গাইবান্দা শহর সংলগ্ন কোমরনই গ্রামে ১৮৮০ সালে খাঁন বাহাদুর আব্দুল মজিদ জন্ম গ্রহণ করেন। খাঁন বাহাদুর আব্দুল মজিদ রংপুর জেলা বোর্ড ও লোকাল বোর্ডের সদস্য এবং একজন অনারারী ম্যাজিস্ট্রেট  হিসাবে দায়িত্ব পালন করেন।  ইংরেজ আমলে সমগ্র পূর্ব বাংলায় যে কয়জন ‘খাঁন বাহাদুর’ উপাধিতে ভূষিত হন তাঁদের মধ্যে তিনি অন্যতম।

হামিদ উদ্দিন খাঁঃ

হামিদ উদ্দিন খাঁ ছিলেন গাইবান্ধা মিউনিসিপ্যালিটির প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান।  পাকিস্তান আন্দোলনের সময় তিনি ইংরেজ প্রদত্ত ‘খাঁন সাহেব’ উপাধি পরিত্যাগ করেন ।  পরে তিনি মুসলিম লীগে যোগদান করে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।

শাহ্ আব্দুল হামিদঃ

গাইবান্ধার কৃতি সন্তানদের মধ্যে শাহ্ আব্দুল হামিদ অন্যতম।  তিনি ১৯০০ ইং সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় জন্ম  গ্রহণ করেন। তিনি পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ)  গণপরিষদের প্রথম স্পিকার  ছিলেন।  তাঁর নামেই গাইবান্ধা স্টেডিয়াম এর নামকরণ করা হয় ‘‘শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম’’।

কাজী মোহাম্মদ বদরুদ্দোজাঃ

তিনি ১৯২৭ সালের ১ জানুয়ারী গাইবান্ধা সদর উপজেলার পি,কে বিশ্বাস রোডে পৈত্রিক বাসভবনে জন্ম  গ্রহণ করেন। ১৯৬৫ইং সালে  আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি পি,এইচ,ডি এবং সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক এন্ড প্লান্ট ব্রিডিং বিষয়ে ডিপ্লোমা লাভ করেন।  কাজী পেয়ারা নামে বিশাল সাইজের যে পেয়ারাটি রসনা তৃপ্তিতে আজ সারা দেশে জনপ্রিয়তা পেয়েছে তিনিই এর উদ্ভাবক।  তাঁর নামেই এ পেয়ারার নাম রাখা হয় ‘‘কাজী পেয়ারা’’ ।

বিশিষ্ট কবি ও সাহিত্যিক

ক্রমিক নং

নাম

জন্ম

প্রধান রচনা

কবি সাকের মাহমুদ

১৭৪৯-৪০ খ্রি: বাদিয়াখালী

এধুমালা  উপাখ্যান

আবুল হাসান শামসুদ্দিন

গাইবান্ধা

মুখর প্রান্তর (গল্প সংকলন)