Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

.

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসারের শুভেচ্ছা বার্তা

তথ্যইশক্তি, তথ্যই জ্ঞান। শূন্য ও এক এ দুই সংখ্যারমাধ্যমে গোটা বিশ্ব এখন একসূত্রে বাঁধাপড়েছে। তৈরী হয়েছে বিশ্বায়নের নতুনমাত্রা। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতেপরিণতহয়েছে ডিজিটাল তথ্য ভান্ডার। তথ্য ও উন্নয়ন এখন যেন পরিপূরক শব্দ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুশাসন, উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতেকেন্দ্রীয় ও স্থানীয় সরকারের সকল ক্ষেত্রে ডিজিটাল তথ্য কোষ বাস্তবায়নেরশ্রমসাধ্যকাজ সম্পাদন করে চলেছেন। জনগণ এখন ইচ্ছা করলেই সরকারেরকর্মকান্ড সম্পর্কে পর্যালোচনা, পর্যবেক্ষণ, বিচার-বিশ্লেষণ ও মন্তব্যপ্রদান করতেসক্ষম হচ্ছে এবং প্রয়োজনীয় সেবাগ্রহণের সুযোগ পাচ্ছে। এতথ্য বাতায়নের মাধ্যমে সরকারের কর্মকান্ড সম্পাদনের যেমনদক্ষতা, স্বচ্ছতাও জবাবদিহিতা নিশ্চিত করারসুযোগ থাকছে, তেমনি নাগরিকের অধিকার সুরক্ষিতহচ্ছে। গাইবান্ধা সদর উপজেলা পরিষদের এ ওয়েবসাইটেস্বচ্ছতার মাধ্যমে সকলবিভাগের সেবা প্রদান ত্বরান্বিত হবে এবং গোটা সার্বজনীনউন্নয়নের সক্রিয়অংশীদার হিসেবে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

এওয়েবসাইট নির্মাণে মাননীয়জাতীয় সংসদ সদস্য-৩০, গাইবান্ধা-০২ জনাব মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক জনাব মো: আবদুল মতিন তাঁদের কর্মব্যস্তসময়ের মধ্যেও মূল্যবান বাণী দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদান করায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এ ছাড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্‌ সারোয়ার কবির এর উৎসাহ, সহযোগিতা ও শুভেচ্ছাবক্তব্য ওয়েবসাইটটির উৎকর্ষ সাধনেসহায়তা করেছে। এজন্য তাঁদের সকলের নিকট আমি বিশেষভাবে কৃতজ্ঞ।

বিশিষ্টজনও বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এ ওয়েবসাইট তৈরীতে বিভিন্নলেখা ওতথ্য দিয়ে সক্রিয় সহযোগিতা করেছেন। তাঁদের সকলের প্রতি রইল আমারআন্তরিক কৃতজ্ঞতা।আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই জনাব মো: জহুরুল কাইয়ুমকে।ওয়েবসাইট নির্মাণ কমিটির সকল সদস্য ও ওয়েব সাইট প্রস্তুতেরসাথেসংশ্লিষ্ট সকলের প্রস্তাব, পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এ দূরহকাজটিকরা সম্ভব হয়েছে। তাঁদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ।


উপজেলানির্বাহী অফিসার
গাইবান্ধা সদর, গাইবান্ধা